যারা চাকুরি করেন না, বিজনেস করেন তারা তাদের ব্যবসায়িক লাইসেন্স দিবেন। আর যারা বর্তমানে বিজনেস, চাকুরি কোনটাই করেন না। নিজের টাকা আছে ঘুরতে যাবেন, তারা কি করবেন? তাদের আলাদা করে কিছু করার সুযোগ দেয়া হয়নি। আপনাকে এ ক্ষেত্রে No Objection Certificate (NOC) সংগ্রহ করতে হবে। হয়তো কোন বন্ধু বা আত্মীয়র ব্যবসা প্রতিষ্ঠান থেকে।
অনেক ক্ষেত্রে কি লিখতে হবে তা অনেকের জানা থাকে না। তাদের অনেকের অনুরোধেই মুলত এই পোস্টটি করা।
এখানে আমি চেষ্টা করছি No Objection Certificate এর একটা নমুনা দেখানোর জন্য। যা আপনাদের সম্পূর্ণ ধারনা দিবে No Objection Certificate কেমন হওয়া উচিত।
আপনি যা করবেন তা হল নিচের ফরম্যাট কে কপি করে এম এস ওয়ার্ড এ নিয়ে যান। উপর থেকে একটু গ্যাপ দিয়ে নিবেন যেন কোম্পানি প্যাড এ প্রিন্ট করার সময় উপরে কোম্পানির নাম ঠিকানার উপর লেখা প্রিন্ট না হয়ে যায়। এরপর শুধুমাত্র ব্র্যাকেট উঠিয়ে ব্র্যাকেটের মাঝখানে লেখাগুলো পরিবর্তন করে আপনার তথ্য গুলো লিখে দিন। একটা অফিস এর প্যাড এ প্রিন্ট করে নিন। এরপর একজন কে দিয়ে নিচে সাইন করে নিন। ব্যাস হয়ে গেল আপনার ডকুমেন্ট।
No Objection Certificate Format:
(Date February 20, 2022)
TO WHOM IT MAY CONCERN
This is to certify that (Mr./Mrs./Miss Your Name in bold), (son/daughter) of Mr. (Your Father’s Name) & Mrs. (Your Mother’s Name), holding passport number (Your Passport Number in bold) is working in (Your Company Name) since (from date you working this company in bold such as November 11, 2007). His present designation is (your designation in the company in bold).
He needs to visit (Country Name you are visiting) for personal purpose from (from date of tour in Bold) to (Last Date of Tour in Bold) and the cost would be borne by him.
This letter is issued for Visa purpose only
(Signature of the person after print)
-------------------------------------
(Name of the person issuing this for you)
(Designation of that person in bold)
CC: Personal file
যদি এসব ডকুমেন্টস এর ঝামেলা পোহাতে না চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে Visa Free Countries for Bangladesh। শুধু সস্তায় এয়ারটিকেট কিনুন এরপর ডলার এন্ডোর্স করুন এবং ভ্রমন করুন। আপনি যেখানে যাবেন সেখানের হোটেল বুক করতে পারেন। এতে আপনার বাড়তি টেনশন কমবে। আবার অনেক দেশে যেতে হলে, ইমিগ্রেশন হোটেল বুকিং দেখতে চায়।
পোস্টটি শেয়ার করুন এবং আপনার মতামত লিখুন নিচে কমেন্ট বক্সে।
আরও কিছু দরকারী পোস্ট:
* নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়ন করার জন্য কি করতে হবে
* বাংলাদেশের জন্য ভিসা মুক্ত দেশগুলির তালিকা
* পাসপোর্টে কিভাবে ডলার অনুমোদন করবেন
* ইন্ডিয়ান ভিসা পেতে কি করবেন
* নেপালি ভিসা পেতে কি করবেন
* বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার বিভিন্ন রুট
* বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার বিভিন্ন রুট
Click below to go Homepage
Very good..
ReplyDeleteThanks and keep in touch with TravelTextbook.blogspot
Deletefantastic ... very useful . Thanks ..
ReplyDeleteI'm glad you like it. Keep in touch
Delete"CC: Personal file" এই কথাটার মানে কি ?
ReplyDeleteCC-Carbon Copy. Means the document also office kept in the employee personal file. Hope you understand. You can omit this line. Thank you so much.
DeleteYou're most welcome
ReplyDeleteবিদেশে জব করার জন্য কি NOC report দরকার হয়, আর যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে এই রিপোর্ট সংগ্রহ করবো প্লিজ আমাকে একটু তথ্য দিয়ে উপকৃত করবেন।
ReplyDeleteVai aamader ei "TravelTextbook.blogspot" er prochesta shudumatro traveler der jonno. Tarporo bolsi jodi apnar kisuta help hoy. Baire jekhane job korte jaaben tara taader requirement apnake pathabe. Shei Onujayi Documents submit korben. Jodi apni CV te likhen apni job koresen, shekhtre tara NOC chaitei paare. Apnar bortoman office theke cheye niben. Aar jodi apnar office naa thake tokhon uporer post onujayi shohoje korte parben NOC. Asha kori bujhte peresen. Thanks for being with us.
DeleteEi format ta ki ekhono use korle hobe?
ReplyDeleteOf course. Ami last year ei format e indian visa peyesi.
DeleteDear, How many bangladeshi taka brings with my tour for India. I got medical attendant visa & my wife got medical visa. and Now can I endorse any one passport.
ReplyDeleteYes. Endorse only your passport is okay for India but legally not. How much you can endorse? Read our this article "Dollar Endorsement in Bangladesh". I think it will help you. Thank you so much.
Delete