Indian Visa for Bangladesh


আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। অথচ এ দেশের ভিসা পেতে আমাদের কত ঝামেলা পোহাতে হয়। ঝামেলা পোহাতে না চাইলে যেতে হবে ভিসা মুক্ত দেশগুলোতে। শুধুমাত্র Bangladeshi Passport হলেই যেতে পারবেন এসব দেশে। শুধু এয়ারটিকেট কিনুন এরপর ডলার এন্ডোর্স করুন এবং ভ্রমন করুন।
কিন্তু মজার ব্যাপার হল ভারতের ভিসা পাওয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচে ঘুরতে পারবেন। শুধু আমাদের ভিসা পাওয়ার সিস্টেম টা জানতে হবে তাহলে ঝামেলা কম মনে হবে। চলুন জেনে নেই কি করতে হবে –
মনে রাখবেন ভিসা অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নিবেন যেন আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস অথবা তার বেশি থাকে।



Photo for Indian Visa

প্রথম কাজ হল আপনাকে 2 ইঞ্চি X 2 ইঞ্চি ছবি তুলতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং আপনার কান দেখা যেতে হবে। যারা হিজাব করেন তারা কান বের করে ছবি তুলবেন। আর ছবি যেন তিন মাসের বেশী পুরানো না হয়।

স্টুডিও থেকে তুললে ১০০ টাকা লাগবে আর ছবি টা আপনি মোবাইলে তুলে, ২/২ প্রিন্ট করে আনতে পারেন। এতে খরচ হবে ৪০ টাকা। আপনার ছবি scan করে soft copy রাখবেন। আর যদি মোবাইলে তুলেন তাহলে তো
soft copy হয়েই গেল। এর সাইজ ৩৫০/৩৫০ পিক্সেল এ করে নিবেন।

এবার আপনাকে অনলাইনে ফর্ম পুরন করতে হবে।



Indian visa online apply

১। এই লিঙ্কে ক্লিক করুন

২। একটি পেইজ ওপেন হবে। সেখানে উপরে বামে "Online Visa Application" ক্লিক করুন।

৩। আরও একটি পেইজ ওপেন হবে। সতর্কতার সাথে পুরন করুন যেন বানান ভুল না হয়।


Page-1:
indian-visa-online

Country you are applying visa from - Bangladesh
Indian Mission – কোথায় ফর্ম জমা দিবেন - ঢাকা, চিটাগং, রাজশাহী যেকোনো একটি
Nationality - Bangladesh
Date of Birth – আপনার জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী
Email ID – আপনার ইমেইল
Re-enter Email ID - আপনার ইমেইল আবার লিখুন
Expected Date of Arrival – আপনি কয় তারিখে যাবেন তার আনুমানিক একটি তারিখ দিন।
Visa Type - আপনার কি ভিসা প্রয়োজন (যেমন ট্যুরিস্ট / মেডিকেল)
Purpose – ট্যুরিস্ট ভিসা হলে Purpose হবে tourism
Please enter above text – উপরে যা লিখা আছে লিখুন

হয়ে গেলে “Continue” ক্লিক করুন


Page-2:
indian-visa-online

* নিচের অংশ (Any other valid Passport) দৈত নাগরিকদের. আপনি এখানে No সিলেক্ট করবেন।

Page-3:
indian-visa-online

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বাবা মার Previous Nationality বাংলাদেশ হবে। এর নিচের অংশে আপনার দাদা দাদী কেউ পাকিস্থানী কিনা জানতে চেয়েছে। সেখানে No সিলেক্ট করবেন। পাকিস্থানী হলেও No সিলেক্ট করবেন।

Page-4:
indian-visa

* Duration of Visa ১২ মাস দিবেন, ৬৫ বছর বয়স বা বেশি হলে 5 বছর দিতে পারেন।
* No. of Entries: Multiple
* এখানে একটা গুরুত্বপূর্ণ হল port entry এবং port exit আপনি কোথায় যাবেন তা ভেবে সেই পোর্ট কে বেছে নিন। মনে রাখবেন কিছু না দিলেও, By Rail Gede (কলকাতা ট্রেন এ), By Road Haridaspur (কলকাতা বাস এ), By Air, আগরতলা - এই ৪টি পোর্ট উন্মুক্ত। অর্থাৎ এই ৪টি পোর্ট দিয়ে যেতে আসতে পারবেন। এখানে port entry আর port exit দিবেন হল ৫ নাম্বার পোর্টের জন্য। যেমন অনেকে দার্জিলিং যেতে চাইলে সরাসরি Changrabnadha port দিয়ে যেতে পারেন। আবার শিলং যেতে চাইলে dowki port দিয়ে যেতে পারেন। তাই ৫ নাম্বার পোর্ট টি আপনার পছন্দ মত দিন। আপনি পরে ৩০০ টাকা ফি দিয়ে আরওঁ পোর্ট যুক্ত করতে পারবেন।


indian-visa-online

* এখানে একটা হাস্যকর ব্যাপার হল আপনাকে ভারতের পরিচিত কারো নাম ঠিকানা ও ফোন নাম্বার দিতে হবে। যারা নতুন ট্যুরিস্ট তাদের ঐ দেশের কাউকে চেনার কথা না। এখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন ইন্টারনেট এ একটি হোটেল খুজবেন যেখানে কারো নাম, ফোন নাম্বার পাবেন, ফর্ম এ তার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দেন।

Page-5:
indian-visa

এখানে জানতে চায় আপনি কোন ক্রিমিনাল কেইস এর সাথে জড়িত কিনা। সব নো সিলেক্ট করুন এবং একেবারে নিচে টিক দিন। এরপর Save and Continue তে ক্লিক করুন।

Page-6:
indian-visa

* এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ হল আপনাকে ছবি upload করতে হবে। তা না হলে ফর্ম গ্রহন করবে না। আগেই বলেছি ছবি scan করা soft copy থাকতে হবে। Size: ৩৫০/৩৫০ পিক্সেল, 10-300 KB এর মধ্যে।

Page-7:
indian-visa-online

এই পেইজ এ আবার সেই একই তথ্য। ইন্টারনেট এ একটি হোটেল খুজবেন যেখানে কারো নাম, ফোন নাম্বার পাবেন, ফর্মে হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন। (আগের পেইজ আর এই পেইজ এর তথ্য এক হলে সমস্যা নেই)
“Save and continue” তে ক্লিক করুন।

৪। একটি পেইজ ওপেন হবে, সেখানে আপনার সব তথ্য দেখাবে। সঠিক থাকলে “Verify and continue” তে ক্লিক করুন।

একটা পিডিএফ ফাইল সেইভ হবে। ঐ ফাইল রঙিন অথবা সাদা-কালো প্রিন্ট করে নিন। এখানে উপরে ডান পাশে একটা ঘর আছে। আপনার ২/২ ছবি আঠা দিয়ে লাগিয়ে দিন। মনে রাখবেন এই ছবি অবশ্যই অনলাইনে যে ছবি দিয়েছেন তা এক হতে হবে। এবার এঁর নিচে একটা সাইন করবেন। ২য় পেইজের শেষে একটা সাইন করবেন হুবহু আপনার পাসপোর্টের সাইন এঁর মত।
হয়ে গেল আপনার ফর্ম রেডি। এখন আপনাকে অন্যান্য কাগজ রেডি করতে হবে। চলুন দেখি কি কি লাগে?



Papers for Indian Tourist Visa

Paper গুলো serially সাজাতে হবে -

১। পুরন করা ফর্মের রঙিন প্রিন্ট। একটি recent ২/২ ইঞ্চি ছবি আঠা দিয়ে এর উপরে ডান পাশে লাগাতে হবে। আর মনে রাখবেন এই ছবি অবশ্যই অনলাইনে যে ছবি দিয়েছেন তা এক হতে হবে।
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র ফটোকপি।
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল / গ্যাস বিল / পানির বিল / টেলিফোন বিল ফটোকপি (৬ মাসের মধ্যে)।
৪। ব্যাংক statement 3 মাসের (১ মাসের বেশী পুরানো হতে পারবে না) অথবা ব্যাংক থেকে ১৫০ ডলার Endorsement কপি অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। স্টুডেন্ট এর ক্ষেত্রে নিজের অথবা বাবারটা দিতে পারেন। বাবার statement দিলে সাথে বাবার এন আই ডি এর ফটোকপি দিতে হবে।
৫। চাকুরির সনদ পত্র NOC (No Objection Certificate) / স্টুডেন্ট এর ক্ষেত্রে আইডি কার্ড এর ফটোকপি / গৃহিণীদের ক্ষেত্রে স্বামীর টা দিতে হবে।
৬। বর্তমান পাসপোর্টের ফটোকপি।
৭। সঙ্গে দিবেন অরিজিনাল পাসপোর্ট। আর মনে রাখবেন, আপনার আগের যত পাসপোর্ট আছে সবগুলো একসাথে জমা দিতে হবে



Papers for Indian Medical Visa

১। পুরন করা ফর্মের রঙিন প্রিন্ট। একটি recent ২/২ ইঞ্চি ছবি আঠা দিয়ে এর উপরে ডান পাশে লাগাতে হবে। আর মনে রাখবেন এই ছবি অবশ্যই অনলাইনে যে ছবি দিয়েছেন তা এক হতে হবে।
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র ফটোকপি
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল / গ্যাস বিল / পানির বিল / টেলিফোন বিল ফটোকপি (৬ মাসের মধ্যে)
৪। ব্যাংক statement অথবা ব্যাংক থেকে ১৫০ ডলার Endorsement কপি অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড।
৫। ভারতের মেডিকেল থেকে আমন্ত্রন পত্র ।
৬। মেডিকেল এর অরিজিনাল ডকুমেন্টস -
    (১) বাংলাদেশের হসপিটাল বা ডাক্তার এর কাছ থেকে রোগীর বর্তমান অবস্থা জানিয়ে অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট।
    (২) ডাক্তার এর প্রেস্ক্রিপশন, সব টেস্ট রিপোর্ট
এর অরিজিনাল কপি দিতে হবে
৭। চাকুরির সনদ পত্র (এন ও সি) / স্টুডেন্ট এর ক্ষেত্রে আইডি কার্ড এর ফটোকপি / গৃহিণী দের ক্ষেত্রে স্বামীর টা দিতে হবে।
৮। পাসপোর্ট ফটোকপি।
৯। সঙ্গে দিবেন অরিজিনাল পাসপোর্ট। আর মনে রাখবেন, আপনার আগের যত পাসপোর্ট আছে সবগুলো জমা দিতে হবে।

সব রেডি হয়ে গেলে চলে যান ভিসা সেন্টার এ। কোন ভিসা সেন্টার এ যাবেন তা আগেই বলেছি - যমুনা ফিউচার পার্ক।
সেখানে যেয়ে আপনাকে প্রথমে ভিসা ফি জমা দিতে হবে।



Indian Visa Fee for Bangladesh

বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভাষ্য মতে ভিসা ফি ফ্রি। যেটা রাখে তা হল ভিসা প্রসেসিং ফি। আর তার পরিমান হল –৮৪০ টাকা।


ভিসা জমা দেয়ার পর আপনাকে একটা টোকেন দিবে। সেখানে ভিসা দেয়ার তারিখ লেখা থাকবে। ঐ তারিখ অনুযায়ী যাবেন না। আপনার কাছে এসএমএস আসবে। এসএমএস পেলে বিকাল ৩ থেকে ৫ তার মধ্যে পাসপোর্ট নিয়ে আসবেন। আমার দেখা সবচেয়ে ভাল সময় ৩ টা ৩০ মিনিট থেকে ৪ টায় যাবেন। লাইন থাকে না। কারন সবাই ৩ টার আগে গিয়ে লাইনে দাড়িয়ে থাকে। ঠিক ৩ টার পর লাইন একটু একটু করে এগুতে থাকে, দেখা যায় ৪ টার পর কোন লাইন নেই।

ভারতীয় ভিসায় রুট সংযোজন

যাদের বৈধ ভারতীয় ভিসা রয়েছে, তারা বাংলাদেশের সমস্ত ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে অতিরিক্ত বন্দর প্রবেশের আবেদন করতে পারবেন। প্রসেসিং চার্জ 300 টাকা।
রুট অনুমোদনের আবেদন জমা দেওয়ার জন্য পৃথক কাউন্টার রয়েছে। একজন আবেদনকারী বিমান, গেদে / হরিদাসপুর রেল ও রাস্তা ছাড়াও দুটি অতিরিক্ত রুটের জন্য অনুরোধ করতে পারেন।
ফর্মটি প্রিন্ট করুন, পূরণ করুন এবং জমা দিন।




আপনি যেখানে যাবেন সেখানের হোটেল বুক করতে পারেন। এতে আপনার বাড়তি টেনশন কমবে।


পোস্টটি শেয়ার করুন এবং আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে।


আরও কিছু দরকারী পোস্ট:
* নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়ন করার জন্য কি করতে হবে

* বাংলাদেশের জন্য ভিসা মুক্ত দেশগুলির তালিকা

* পাসপোর্টে কিভাবে ডলার এন্ডোর্স করবেন

* ভিসার জন্য এন.ও.সি ফর্ম্যাট

* নেপালি ভিসা পেতে কি করবেন

* বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার বিভিন্ন রুট

* বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার বিভিন্ন রুট



Click below to go Homepage
https://traveltextbook.blogspot.com/2018/08/home-page.html



8 comments:

  1. doller endors visa agy korte hobe naki visar por

    ReplyDelete
    Replies
    1. apni jodi visar jonno Bank Statement use koren tahole Endorse visar pore korleo cholbe. Aar apnar jodi Bank Statement naa thaake shei khetre aage Dollar endorse kore visar jonno daraben. Bistarito Jaante aamader Dollar Endorsement post ti porun. Thanks a lot.

      Delete